নিজস্ব প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।
সভায় প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এসময় বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। সঠিক সময় বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে এবং সঠিক সময়ে ছুটি দিতে হবে। তিনি এসময় ভবিষ্যত জাতি গড়ার কারিগর শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় এসময় উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply