নিজস্ব প্রতিবেদক, তানোর : 'প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার' এ স্লোগানে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, ভেটেনারী সার্জন ডা, সুমন আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আল মামুন, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তারা, সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসীদের বিদেশে যাওয়ার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন