নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাত্রী খাজ মোহাম্মদ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাজ মোহাম্মদ উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি অটোভ্যানে তানোর বাজার থেকে মাছ বিক্রি করে লালপুর হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় ভ্যান চালক মোহাম্মদ আরজেদ আলী গুরতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকাল নয়টার দিকে খাজ মোহাম্মদ অটো ভ্যানে যোগে তানোর বাজার থেকে নিজ বাড়ির দিকে রওনা দেন। দ্রুতগতির ভ্যানটি লালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রী খাজ মোহাম্মদ ও চালক আরজেদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক খাজ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজেদ আলীকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন