সাইদুল ইসলাম স্বাধীন, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং ও মাদকের বিরুদ্ধে এক ঝাঁক তরুণ স্কুল শিক্ষার্থী জিহাদ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার সরকারি আর.কে উচ্চ বিদ্যালয় হলরুমে মুক্তাগাছা থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক কাজ করে চলেছে। এগুলো প্রতিরোধ কারও একার পক্ষে সম্ভব নয়,সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে এসবের সমাধান করতে। তাই এ বিষয়ে সকলকেই এগিয়ে আসা প্রয়োজন।
এসময় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশ নেন এবং সবাই বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
আলোচনায় শিক্ষার্থীদের মাঝ থেকে স্মৃতি, রাসেদা ও জিহাদ বক্তব্য রাখেন এবং বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে শপথ বাক্যপাঠ করেন।#
Leave a Reply