1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
কপিলমুনি কলেজে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি বাবু - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :

কপিলমুনি কলেজে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি বাবু

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : খুলনা-৬ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আ’লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে বাঙালী জাতীকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে সুউচ্চ বিল্ডিংগুলো আজ মাথা উঁচু করে দাড়িয়ে আছে, যা বর্তমান সরকারের বৃহৎ অবদান বলে আমি মনে করি। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।কপিলমুনি কলেজে রবিবার বেলা ১১ টায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, খুলনা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক আঃ রহমান।

উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের সাংবাদিক মিলন দাশ, দৈনিক পূর্বাঞ্চলের পলাশ কর্মকার, মাঝহারুল ইসলাম মিঠুন, প্রভাষক জ্যোতীন্দ্র বিশ্বাস, সুমন মন্ডল, রাবেয়া বেগম, পলাশ বাছাড়, মৃগাঙ্ক বিশ্বাস প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক শেখ ময়েজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!