1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

আবির হোসেন সজল, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে সুদানকে (৫৫) এক বছর ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত সুদান চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর গ্রামের মৃত সারোদা মোহনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহণ করে সারাদেশে সরবরাহ করেন সুদান চন্দ্র।

এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এ সময় ২২ বোতল ফেন্সিডিল ও তিন বোতল এস্কাপ সিরাপসহ মাদক বিক্রেতা সুদান চন্দ্রকে আটক করে।

পরে অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপস্থিত জনতার সামনে জব্দকৃত এসব মাদক ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, মাদকমুক্ত উপজেলা গড়তে স্থানীয়দের সহায়তা কামনা করি। মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!