1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
নাচোলে ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করলেন ইউএনও  - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

নাচোলে ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করলেন ইউএনও 

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম,নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। নাচোল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার ও ভস্মিভূত বাড়ির মালিক বারেকের বউমা সালেহা আক্তার জানান, গত শনিবার ভোর ৪টার দিকে ঘরের মধ্যে আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে।

প্রতিবেশীরা নাচোল ফায়ার সার্ভিসকে খবর দেয়। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের দল আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ওই বাড়ির মালিক মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বর্তমানে বারেকের ছেলের স্ত্রী ও তার মেয়ে বর্ষা খাতুন খোলা আকাশের নীচে বসবাস করছে।

বারেকের মেয়ে বর্ষা খাতুন(২৩) জানায়, আগুনে পুড়ে ঘরের খাবার, কাপড়—চোপড় পুড়ে ছাই হয়ে গেছে, এক ছটাক খাবার ও পরনের কোন কাপড়—চোপড় নাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!