1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের হয়ে।
র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) আবিদা সিফাত। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার এ টি এম কাওছার আহম্মেদ।
এসময় উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুনিরা বেগম সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও আমন্ত্রিত সুধীজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে সকালে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!