নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৫৫০ হতদরিদ্র পরিবারের আর্থিক উন্নয়নের জন্য বিনামূল্যে ২৫টি সঞ্চয়ী দলের মাঝে ২৫টি ব্যাটারী চালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা এফএইচ এসোসিয়েশন তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যেগে এসব ভ্যান গাড়ী বিতরণ করা হয়।
সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার গৌতম চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন, প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোহাম্মদ সুমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফএইচ এসোসিয়েশন তানোর শাখার নরেশ হাসদা, তপন সৌরভ কোড়াইয়া, শাহিনূর আক্তার, নির্মল রিবেরু,সাথী বেগম, মোয়াজ্জেম হোসেন সহ অনেকে।
উল্লেখ্য, এফএইচ এসোসিয়েশন তানোর উপজেলার কলমা, কামারগাঁ, বাধাইড় ও চান্দুরিয়া ইউনিয়নে ২০১৬ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও জীবিকার উন্নয়নের জন্য কাজ করে আসছে। এছাড়াও পুরো তানোর উপজেলায় সংস্থাটি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অসহায় ও দ:ুস্থ পরিবারের মাঝে হাঁস, ছাগল, ভ্যান, মুদি দোকানের উপকরণ বিতরণের মাধ্যমে অনেক পরিবারকে আত্মনির্ভর হিসাবে গড়ে তুলেছে এবং পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে শিশুদের শিক্ষার ক্ষেত্রে সহায়তা করে আসছে।
Leave a Reply